বৈঠকে বসছেন বাইডেন-এরদোয়ান

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ১৪:২৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ১৫:০৯

আন্তর্জাতিক ডেস্ক

স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বাইডেনের সঙ্গে বৈঠকে এফ-৩৫ ফাইটার জেট বিতর্ক নিয়ে কথা বলবেন এরদোয়ান। বুধবার আজারবাইজান সফর শেষে এরদোয়ান বলেছেন, 'রোম নয়, খুব সম্ভবত আমরা গ্লাসগোতে বৈঠকে বসব। সেখানে আমি এফ-৩৫ বিতর্ক নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলব।'

আগামী সপ্তাহে গ্লাসগোতে এই শীর্ষ সম্মেলন হবে। সেখানেই আলাদা করে বাইডেন-এরদোয়ান বৈঠক হবে।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনার জন্য তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্ক এই যুদ্ধবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রকে ১৪০ কোটি ডলার দিয়েছিল। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ওই অর্থের বিনিময়ে তারা তুরস্ককে এফ ১৬ বিক্রি করতে রাজি। এরদোয়ান বলেছেন, 'আমরা এফ-৩৫ কেনার জন্য ১৪০ কোটি ডলার দিয়েছি। সেই অর্থ এখন যুক্তরাষ্ট্র কীভাবে ফেরত দেবে, তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলব।'

বাইডেন এবং এরদোয়ান দুজনেই কপ-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানেই দুই নেতার আলাদা করে বৈঠক হওয়ার কথা আছে।

তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার জন্য এরদোয়ান যুক্তরাষ্ট্র, জার্মানিসহ দশ দেশের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করেছিলেন। তারপরের ধাপই হলো, রাষ্ট্রদূতদের বহিষ্কার করা। কিন্তু এরপর এরদোয়ান এক পা পিছিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রদূতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/একে