লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ১৫:৩৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। 

আজ কোম্পানিটির ১৭৪ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

ঢাকা স্টকি এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএফআইসি ব্যাংক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আজ প্রতিষ্ঠানটির ৯৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। আজ তাদের লেনদেন হয়েছে ৭০ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। 
 সপ্তাহের শেষ দিন লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক এবং হামিদ ফেব্রিক্স।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসকেএস/কেআর)