প্রভাতী ইন্স্যুরেন্সের ১০৬ শতাংশ আয় বেড়েছে

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ১৬:০৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০৬ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৪ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৪৩ টাকা। সেই হিসাবে ইপিএস ১.৫১ টাকা বা ১০৬ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৪৯ টাকা। সেই হিসাবে ইপিএস ০.৬৩ টাকা বা ১২৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৯৮ টাকায়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসকেএস)