৪ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ১৭:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ১৭:১১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’  এর আওতায় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের মাত্র ৪ শতাংশ  সুদে ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স। সিএমএসএমই হচ্ছে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা।

এই আর্থিক সহায়তা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক  ও বাংলাদেশ ফাইন্যান্সের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট-সিইসিআরএফপি’র পরিচালক ও মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াহাব এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক, বাংলাদেশ ফাইন্যান্সের এসএমই প্রধান মোহাম্মদ কোহিনুর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসকেএস)