গুলশান থানার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরজে নিরবকে

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ২০:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবকে গুলশান থানার প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের গ্রেপ্তার দেখানোর এই আবেদন মঞ্জুর করেন।

 

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানা পুলিশের 

১০ লাখ টাকা আত্মসাতের এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আজিজুল হক আসামি আরজে নিরবকে গ্রাহকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

 

গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলো পুলিশ।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/ইএস