অস্ট্রেলিয়াকে ১৫৫ রানে টার্গেট দিল লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ২১:৪১

দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। ফলে জিততে হলে অজিদের করতে হবে ১৫৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ঝড়ো ইনিংসের আভাস দেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে অন্যপ্রান্তে সুবিধা করতে পারেননি পাথুম নিশানকা। আউট হন মাত্র ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন চারিথ আশালাঙ্কা। এ সময় পেরেরাকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৫ রান করেন আশালাঙ্কা।

এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ওপেনার কুশল পেরেরাও। মাত্র ২৫ বলে ৩৫ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। এরপর ৪ রান করে করার পর কিছুক্ষণের ব্যবধানে ফেরেন আভিষ্কা ফার্নান্দো এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হঠাৎ পাঁচ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়েছিল শ্রীলঙ্কা। এ সময় ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক দাসুন শানাকা এবং ভানুকা রাজাপাকসি মিলে ৪৪ রানের জুটি গড়লে লড়াকু সংগ্রহের দিকেই এগোতে থাকে দলটি। এরপর ১৯ বলে ১২ রানে আউট হন শানাকা।

আর শেষ পর্যন্ত খেলে যান ভানুকা পাকসি। মাত্র ২৬ বল খেলে অপরাজিত থাকেন ৩৩ রানে। আর ৬ বলে ৯ রানে মাঠ ছাড়েন চামিকা করুনারত্নে।

এদিকে অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :