জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ২২:১০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে জামাল উদ্দিন সরকার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে।

নিহত জামাল হোসেন ওই গ্রামের মৃত জসিম সরদারের ছেলে।

জানা গেছে, ধান শুকানোর জায়গার সীমানা নিয়ে জামাল উদ্দিনের গত ক’দিন ধরে তার ভাই-ভাতিজাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। জায়গা মাপযোগ করার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে সীমানা পিলার দেয়ার সময় জামাল উদ্দিনের সাথে ভাতিজা আব্দুল আহাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাল উদ্দিনকে মারধর করা হয়। মারধরের শিকার হয়ে জামাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ভাতিজা আব্দুল আহাদ পালিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাড়ির সামনে খোলা জায়গায় সীমানা পিলার বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)