বাউফলে নির্বাচনী সহিংসতায় একজন ‘গুলিবিদ্ধ’

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২১, ১১:৩৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ১২:৫৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় মো. সজিব (২২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও পুলিশ বলছে, সংঘর্ষ হলেও গুলি ছোড়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের কলেজ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সজিব ওই ইউনিয়নের নিজবটকাজল গ্রামের বাসিন্দা নাসির প্যাদার ছেলে।

আহত সজিবকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎস্যক মো. তাসিফুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কী? তবে তার ঘাড়ের বা দিক দিয়ে ফরেন জাতীয় কিছু একটা ঢুকেছে সেটা নিশ্চিত। 

এলাকায় বর্তমানে এ নিয়ে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে চেয়ারম্যানপ্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন ঘোড়া প্রতীকের সমর্থক সজিব নামে ওই যুবক।

শাহজাদা হাওলাদার বলেন, জনসমর্থন নেই বলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে নৌকার প্রার্থী ও তার সমর্থকেরা। পুলিশের উপস্থিতিতে আমার কর্মী-সমর্থকদের ওপর গুলি চালিয়েছে।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন, আমার কর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা করা হয়েছে। ঘোড়া প্রতীকের সমর্থকদের ছোড়া গুলিতেই ঘোড়ার সমর্থক আহত হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গুলি ছোড়ার বিষয়টি সত্য না। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। যা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/কেআর)