ঘরের চালে হনুমান, উৎসুক জনতার ভিড়

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২১, ১৭:৫৭

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে ঘরের চালে, বাড়ির ছাদে এসে লাফ-ঝাঁপ করছে একটি হনুমান। এটিকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। দেখা গেছে, হনুমানের পেছনে পেছনে ছুটছেন ছোটবড় বিভিন্ন শ্রেণির মানুষ।

রবিবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন বাড়ির ছাদে, ঘরের চালে লাফ-ঝাঁপ করছে হনুমানটি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে দলছুট হয়ে হনুমানটি এখানে চলে এসেছে।

হামকুড়িয়া গ্রামের স্কুল শিক্ষক জহুরুল ইসলাম জানান, বিকালে বিভিন্ন বাড়ির টিনের চালে উঠে দৌড়াদৌড়ি, লাফালাফি করতে থাকায় স্থানীয়রা হনুমানটিকে এক নজর দেখতে ভিড় জমায়। উৎসুক জনতা খাবারের জন্য ফল, পাউরুটি ছুড়ে দিচ্ছে হনুমানের দিকে। তবে হনুমানটি এতো মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)