১৯ মাস পর খুলল নোবিপ্রবির হল, চলছে টিকা কার্যক্রমও

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২১, ২০:৪৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা মহামারির এ সময়ে বন্ধ ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল। অবশেষে ১৯ মাস পর রবিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের মধ্যে দুটি আবাসিক হল খুলে দিল প্রশাসন। উৎসবমুখুর নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বরণ করে। আনন্দে আত্মহারা হয় শিক্ষার্থীরাও।

প্রশাসন বলছে, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে হল, প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হবে টিকা।

জানা গেছে, হলে ঢুকতেই হাতে এক গুচ্ছ ফুল, একটি মাস্ক, কলম ও চাবির কড়া দিয়ে বরণ। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অভ্যর্থনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ১৯ মাস নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে এমন ভালোবাসা তাদের আপ্লুতও করেছে। সহপাঠীদের এক সঙ্গে দেখে আনন্দের কমতি ছিল ছাত্র-ছাত্রীদের মাঝে। স্বপ্ন করোনা মহামারি দ্রুত বিদায় হবে, প্রিয় ক্যাম্পাস রূপ নেবে আগের চির চেনায়। অনেকের মতে এ হল তাদের দ্বিতীয় ঘর।  

শুধু শিক্ষার্থীরা যে আনন্দে আত্মহারা তা নয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ, প্রিয় শিক্ষার্থীদের কত দিন পর কাছে পেয়ে আনন্দিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। অনেকটা নতুন বাগানে ফুল ফোটার মতোই। সুস্বাস্থ্য নিয়ে যেন নিজ ক্যাম্পাসের হলে থাকতে পারে শিক্ষার্থী এ জন্য নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মেডিকেল টিমের পাশাপাশি, প্রত্যেকটি হলে বসানো হয়েছে ভ্যাকসিন, রাখা হয়েছে সুরক্ষা সামগ্রী।

প্রশাসন বলছে, আপাতত দুটি হল খোলার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায় ক্রমে খোলা হবে অপর তিনটি হল। সশরীরে পরীক্ষা নেয়ারও চলছে প্রস্তুতি। রবিবার থেকে দেয়া হচ্ছে টিকাও।

নোবিপ্রবর ৫টি হল থাকলেও খোলা হয়েছে দুটি। আগামী এক সপ্তাহের মধ্যে আরো ৩টি হল খোলা হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রায় ৩ হাজার শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)