গজারিয়ায় ছয় ইউপিতে নৌকাপ্রত্যাশী ৫৩ জন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২১, ২২:৫৬

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকপ্রত্যাশীদের মধ্যে ৫৩ জন চেয়ারম্যান পদ প্রার্থীর সিভি জমা দিয়েছেন।

শুক্রবার সকালে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহাসেন চৌধুরীর উপস্থিতিতে স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিদের সভাপতিত্বে বাউশিয়ায়, ইউনিয়ন বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম বর্ধিত সভা কার্যক্রম শুরু করে দিনব্যাপী পর্যায়ক্রমে ভবেরচর ইউনিয়ন ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, টেংগারচর ইউনিয়ন, এ মান্নান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বালুয়া কান্দি ইউনিয়ন, ডাক্তার আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

অপরদিকে শনিবার সকাল গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকাল চারটায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আল-আমিন দেওয়া প্রমুখ।

বাউশিয়া ইউনিয়নে নৌকাপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলামিন দেওয়ান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহমদ রুবেল, সাবেক যুবলীগ নেতা জসিম সরকার, সড়ক ও পরিবহন শ্রমিক লীগ সভাপতি জহির রায়হান, রবীন্দ্র দাস, মোতালেব পাঠান, সাবেক ছাত্রলীগ নেতা শাহিন পাঠান, জাহাঙ্গীর আলম অছরু, সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহসিন সরকার, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব ও লালন সরকার মোট ১৩জন নৌকা প্রতীকপ্রত্যাশী।

ভবের চর ইউনিয়নে নৌকাপ্রত্যাশীরা হলেন- ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বর্তমান ইউপি চেয়ারম্যান, ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম প্রধান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ভবেরচর ইউপি সদস্য মমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুব আলম শাহিন, উপজেলা কৃষক লীগ আহবায়ক মোশারফ হোসেন মিন্টু মোট ছয়জন।

টেংগারচর ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশী হলেন- টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোরহান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সভাপতি, শাজাহান খান, শামিম ইসলাম জয়, শেখ কামাল হোসেন, মোহাম্মদ মহসিন, হারুন মোল্লা, রবিউল ইসলাম ডালিম, আনিসুর রহমান মোট আটজন।

বালুয়াকান্দি ইউনিয়নে নৌকাপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আজিজুল হক পার্থ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম, বালুয়া কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান, হাবিবুর রহমান, ইউপি সদস্য সালাউদ্দিন, কাউসার আহমেদ রতন ও শামসুল আলম মাখন খানসহ নয়জন।

অপরদিকে শনিবার সকাল ১০টায় গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দাইয়াম খান সভাপতিত্বে বর্ধিত সভায় নৌকা প্রত্যাশী প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ দাইয়াম খান, মোজাম্মেল হক খোকন, ওয়েদুজ্জামান ধনু মাস্টার, আব্দুল হালিম মিজি, আবদুল কাশেম সরকার, নুরুল হক খান, সোহরাব হোসেন নান্দু মোট ৯ জন।

ইমামপুর ইউনিয়ন বর্ধিত সভায় নৌকা প্রত্যাশীরা হলেন ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারহানা আক্তার এ্যানি, সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা হাফিজুজ্জামান জিতু, মেহেদি হাসান সবুজ, জহিরুল ইসলাম, মাহাতাব উদ্দিন, মফিজুর রহমান খান ও আল মামুন রিপনসহ মোট আটজন।

ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট নৌকাপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৫৩ জন।

বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া নৌকাপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :