স্বতন্ত্র প্রার্থীর ওপর আ.লীগের প্রার্থীর হামলা, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২১, ২১:১৬

মাদারীপুরের ডাসার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাসাই শিকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থকসহ এক নারী সাংবাদিক আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ডাসার থানা বিকাল ৫টার দিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ডাসার ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজী জানান, ‘সকালে সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে আমার ভাই ও দুজন সমর্থকদের নিয়ে ইউনিয়নে নির্বাচনি প্রচারণার জন্য বের হয়। প্রচারণাকালে কমলাপুর বাজারের সামনে পৌঁছালে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ভাই ও সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমাকেসহ সমর্থকদের রড, লাঠি ও বাটাম দিয়ে মারপিট শুরু করে। এতে আমরা জীবনের ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। এ সময় নৌকা প্রার্থীর সমর্থকের লোকজন আমাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আমার চার কর্মীসহ মাদারীপুরে কর্মরত দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি নারী সাংবাদিক সুইটি আক্তার আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।’

তবে এ ঘটনা অস্বীকার করে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাসাই শিকদার জানান, ‘বর্তমান চেয়ারম্যান সবুজ কাজীর লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে। সে এলাকায় সন্ত্রাসীর রাজত্ব করতে চায়। কমলাপুর বাজারে তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমি এ ব্যাপারে মামলা করব।’

হামলায় আহত সাংবাদিক সুইটি আক্তার বলেন, ‘আমি সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত মোবাইল দিয়ে ছবি তুলতে ছিলাম। এসময় বিক্ষুদ্ধরা লোকেরা মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে শুনেছি, যারা আমার মোবাইল নিয়েছে, তারা নৌকা প্রার্থীর সমর্থক। আমি ডাসার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কয়েকটি বাড়ি তল্লাশি করে গজারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।’

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :