সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২১, ১০:২৫

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সাতটি কেন্দ্রে ২০২০-২১ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ঢাকা কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

আগামীকাল শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এবার সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকাটাইমস/৫নভেম্বর/এমআর