বুয়েটে ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২১, ০৯:০৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির মূল লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। দুটি মডিউলে দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় অংশ নেবেন প্রাক-নির্বাচনি পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে নির্বাচিত প্রার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ও বিকালে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুটি মডিউলে ভর্তি পরীক্ষা চলবে।

বুয়েটে এর আগে ভর্তি পরীক্ষা নেওয়া হতো টানা তিন ঘণ্টা। তবে এবার এমসিকিউ প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট চার শিফটে। গত ২০ ও ২১ অক্টোবর সকাল ও বিকালে বুয়েট ক্যাম্পাসে দুই শিফট করে প্রাক-নির্বাচনী বাছাই পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :