পরিবহন ধর্মঘটে জাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা পেছাল

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২১, ১২:৫৪

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আগামী ৭ ও ৮ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে সন্ধ্যায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভর্তি পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে চরম বিপাকে পড়েছেন লক্ষাধিক ভর্তি পরীক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর নির্ধারিত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ নভেম্বরের পরিবর্তে পিছিয়ে আগামী ২০ নভেম্বর এবং '৮' নভেম্বরের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২১ নভেম্বর নেওয়ার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। 

এছাড়া বাকি পরীক্ষাগুলো যথা সময়েই অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এসএ)