৭ নভেম্বর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ফখরুল

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২১, ১৪:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল একথা বলেন।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে বিএনপি। দলটি ক্ষমতায় থাকাকালে এই দিনে সরকারি ছুটি থাকলেও পরে তা বাতিল করা হয়।

৭ নভেম্বর জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ- এমন দাবি করে ফখরুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের মহান নেতা ও স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়া তার নেতৃত্ব দিয়েছেন। আর আজকে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে আমরা একাত্তরের একটি চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেভাবেই ৭ নভেম্বর আমাদের সিপাহী জনতা সংহতি প্রকাশ করেছিল। এরপরই দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ’

দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে ‘স্বৈরাচার ও ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজ দেশে মানুষের বাকস্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই। দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।’

খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই-সংগ্রাম করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আজ তাকে (খালেদা জিয়া) মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে সরকার।’

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আমিনুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সুখ সমৃদ্ধি ও জিয়া পরিবারের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/বিইউ/জেবি)