মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১১:৩২ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২১, ১১:১৭

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। উভয়পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে দুই ভাই। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

জানা যায়, সকালে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ঘ শুরু হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক জাহারুল ও শাহাজুল নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি ইউনিয়নে প্রথম দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে।

ঢাকাটাইমস/৮ নভেম্বর/এআইএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :