বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২১, ১৯:২১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেড়িয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। এরপর থেকেই তাকে নিয়ে শঙ্কায় ছিল দল। শেষ পর্যন্ত শঙ্কায় সত্যিতে পরিণত হলো। সেমিফাইনালপর্ব শুরু হওয়ার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রয়।

শনিবার শারজায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রশি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৯৪ রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ডকে ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে দলের হয়ে শুরুটা ভালোই করেছিলেন রয়। ১৫ বল খেলে তুলেন ২০ রান। এরপর আর ব্যাট করা হয়নি।

সোমবার জেসন রয়কে নিয়ে বিবৃততি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। আর তাতেই রয়ের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসিবি এক আবেগঘন বার্তায় জানিয়েছে, ‘জেসন রয়, আমরা সবাই তোমার জন্য দুঃখিত। তুমি যে ইতিবাচক স্পিরিট তৈরি করেছ আমরা সেই স্পিরিট নিয়েই খেলে যাব। কেউ যদি শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা তুমি।’

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় হতাশা প্রকাশ করে রয় বলেন, ‘আমি বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম। এটা মেনে নেওয়া কষ্টের। আমি দলের সাথে থাকব এবং ছেলেদের সমর্থন জানাব। আশা করছি শিরোপা আমরাই জিতব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ৫ ম্যাচে ১২৩ রান করেছেন রয়। ডানহাতি এই ওপেনারের বদলি হিসেবে জায়গা পাওয়া ভিন্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে একটি সেঞ্চুরিও রয়েছেন তাঁর। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ভিন্স। এর আগে উরুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন টাইমাল মিলস। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রিচ টপলি।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :