দুই ঘণ্টা পর নিভল চকবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২১, ২০:২৯

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার সোয়া দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে ছাই হয়েছে প্লাস্টিক গুদামটি।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চকবাজারে এসকে টাওয়ারের তিন তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বিকাল সাড়ে চারটায় তারা আগুন লাগার খবর পান। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তাদের টানা দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ছয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে। ভবনটিতে প্লাস্টিকের গোডাউন থাকার আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় লাগে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

ঢাকাটাইমস/৯নভেম্বর/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :