মহাবিশ্বে রহস্যময় তরঙ্গের সন্ধান!

তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১০:১৭

মহাবিশ্ব মানুষের কাছে রহস্যময় এক জগৎ। এর রহস্যভেদ করতে মানুষের চিন্তার অন্ত নেই! সম্প্রতি মহাকাশে রহস্যময় এক তরঙ্গ নতুন করে জ্যোতির্বিজ্ঞান মহলে চিন্তার খোড়াক জুগিয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন ১৯১৬ সালে প্রথম মহাবিশ্বে একটা তরঙ্গের খোঁজ পান। এর পর ১০০ বছর কেটে গিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবী ভেদ করে চলে যাওয়া এরকম তরঙ্গের সন্ধান পেলেন।

অস্ট্রেলিয়ার মহাকাশ বিজ্ঞানীরা এর নানা কারণ খুঁজে পেয়েছেন। মহাকাশে এই তরঙ্গ অনেকটা পুকুরে কোনও পাথর ছুঁড়লে পানির তরঙ্গ যেভাবে ছড়িয়ে পড়ে সেরকম।

বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাক হোলস বা সুপারনোভার কারণে এরকম তরঙ্গ ওঠে। কোনও সুদূর অতীতে ঘটা বিগ ব্যাংয়ের কারণেও এরকম তরঙ্গের সৃষ্টি হতে পারে। পৃথিবীর চেয়ে বহু গুণ ভারী মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এ ধরনের সংঘর্ষ ঘটে এই বিশেষ তরঙ্গ বা কম্পনের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :