নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১৬:০০

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, মাস্ক, সাদা ফাইলসহ পরীক্ষার সময়ে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উজালা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্যা, শিক্ষক হারুন অর রশিদ, মিজানুর রহমান, ফিরোজ মিনা, সৈয়দ কামরুজ্জামান, সুর্পণা মজুমদার, সিনথিয়া খাতুনসহ এসএসসি পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা জানান, প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এ ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করায় খুশি তারা। ভবিষ্যতেও যেন উজালা ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :