কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮:৫২ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ০৮:৫০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ভোটকেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক প্রিসাইডিং অফিসার। তার নাম জয়নাল আবেদিন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে দায়িত্ব পালনে গিয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

জয়নাল আবেদিন মিরপুরের আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান।

কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে প্রিসাইডিং অফিসার জয়নাল ওই ভোট কেন্দ্রে যান। রাত সাড়ে ১১টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পরে স্থানীয় চিকিৎসক গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নুও প্রিজাইডিং অফিসার জয়নালের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :