সকাল থেকেই কেন্দ্রে লম্বা লাইন ভোটারদের

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯:২৩ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ০৯:১৮

দ্বিতীয় ধাপে সারাদেশে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের দুটি উপজেলার ১৭টি ইউনিয়নেও ভোট চলছে।

বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের।

সকাল থেকে কেন্দ্রগুলোতে লম্বা লাইন দেখা গেছে ভোটারদের। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী লায়লা মিজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালেই সারিবদ্ধভাবে নারী ও পুরুষদের দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গৌতম কুমার কুন্ডু বলেন, সকাল সাড়ে ছয়টায় ব্যালট পেপার আসে। এরপর আটটায় ভোটগ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর ও রায়গঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ২৪২টি অস্থায়ী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুটি উপজেলার ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৩জন, সদস্য পদে লড়ছেন ৭১১জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ২১১জন। এর মধ্যে দুই উপজেলায় ৬টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৬জন। বাকি ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৭জন।

সিরাজগঞ্জ আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট (জেলা কমান্ড্যান্ট এর দায়িত্বপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন বলেন, জেলার মোট ২৪২টি কেন্দ্রে ৪১১৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে ১০জন পুরুষ ও ৭জন করে নারী সদস্য থাকবেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার দুইটি ইউনিয়নের ১৭টি উপজেলার ২৪২টি ভোটকেন্দ্রে ৫জন করে ও সার্বিক নিরাপত্তা মিলিয়ে ১৪০০জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সুশৃঙ্খলভাবে করতে দুটি উপজেলায় মোট ৮প্লাটুন বিজিবি, ১৪০০পুলিশ ও ৪১১৪জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি উপজেলায় নিয়োজিত আছেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :