ভারত-পাকিস্তানের চেয়ে অনেক ভালো অবস্থানে দেশের পুঁজিবাজার

এম নুরুল আলম
| আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭:৪৭ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ১৭:১৯

ভারত-পাকিস্তানসহ আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো অনেক ভালো অবস্থানে আছে। এটি সব ধরনের নির্দেশক (ইন্ডিকেটর) বিবেচনায়। পুঁজিবাজারের যে ব্যাপ্তি হওয়ার কথা সেই তুলনায় দেশের বাজারের আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে। এখনো আমাদের বাজার পুরোপুরি বিস্তৃত হয়নি।

সাধারণত পুঁজিবাজারের প্রকৃতি হচ্ছে একবার চূড়ায় উঠে গেলে আর ওঠার জায়গা থাকে না। সেখানেই আপনাকে থাকতে হবে। লেনদেন করতে হবে। কিন্তু দেশের পুঁজিবাজারের এখনো চূড়ায় পৌঁছা বাকি আছে। সুতরাং এটি আরও এগোবে, আরও ভালো করবে।

গত ১০-১২ দিনে পুঁজিবাজারের সূচক কিছুটা কমেছে সত্যি। তবে তা আতঙ্কিত হবার মতো কিছুই হয়নি। এর আগে দুইমাসে তো সূচক খুব বেড়েছে। ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে কাজ করতে হবে। তাদের সচেতন করতে হবে। কেউ যেন কোনো ধরনের গুজবে কান দিয়ে আতঙ্কি হয়ে না পড়েন। পুঁজিবাজারের চরিত্রই হচ্ছে দাম কমে যাবে আবার বাড়বে। এর মধ্যেই চলবে।

দাম কমলে বিচলিত হওয়া যাবে না। যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন সেই প্রতিষ্ঠান তো আছে। বছর শেষে তারা তো লভ্যাংশ দিবে। পুঁজিবাজারের সূচক বা শেয়ারের দর কমেছে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। মূলত শেয়ারের দর পড়ে গেলে সমস্যা হয় ক্যাপিটাল গেইনারদের। যেমন একটা শ্রেণি আছে যারা ১২০ টাকা দিয়ে শেয়ার কিনে ১৩০ টাকায় বেচে দেয়। ১০ টাকা লাভ করতে চায়। কিন্তু পুঁজিবাজারের মূল বিষয় হচ্ছে আপনি বিনিয়োগ করে বসে থাকবেন। বছর শেষে লভ্যাংশ পাবেন বা বোনাস শেয়ার পাবেন। এই দিক থেকে দেশের পুঁজিবাজারের সব ইন্ডিকেটর ভালো। আপনি তুলনা করলে বুঝতে পারবেন। সবই ইতিবাচক আছে।

সর্বপরি পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবেন, তাদের বুঝেশুনে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের পুঁজিবাজারের অনেক ইতিবাচক দিক রয়েছে । অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের পিই রেশিও (প্রাইস আর্নিং রেশিও) এখনো ২০ এর কাছাকাছি। সেটা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ১০০ এর উপরে। লভ্যাংশের হার বিবেচনাতেও আমাদের পুঁজিবাজার এগিয়ে। সুতরাং ভালো প্রতিষ্ঠান দেখে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। তাহলে ঝুঁকি থাকবে না। লেখক: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :