জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ১৯:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৯ হাজার ১৭২ জন।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৯ হাজার শিক্ষার্থী। প্রতিটি সিটের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৫ জন।

এবারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৫ দশমিক ৮৩ শতাংশ এবং অনুপস্থিতির হার ছিল ৩৪ দশমিক ১৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ডি ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :