মাদারীপুরে স্বাক্ষর না থাকায় পোলিং এজেন্টের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ১৯:১২

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয়ে এক পোলিং এজেন্টের পরিচয়পত্রে স্বাক্ষর না থাকায় এক মাসের বিনাশ্রমে কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ সাজা দেয়া হয়।

প্রিসাইটিং কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, সাহেবরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয়ে দায়িত্বরত পোলিং এজেন্ট মাজারুল ইসলাম মাসুদের পরিচয়পত্রে নামে পর স্বাক্ষর না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন তাকে সাজা প্রদানের রায় দেন। রায়ে তাকে এক মাসের বিনাশ্রমে সাজা দেয়া হয়। মাজারুল ইসলাম মাসুদ কালকিনি উপজেলার ক্রোকিরচর সিনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক।

এ ব্যাপারে নির্বাহী হাকিম মনোয়ার হোসেন বলেন, ‘এক পোলিং এজেন্টকে একাধিক অভিযোগে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। এ কেন্দ্রে সকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আঘা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। পরে ভোটগ্রহণ স্বাভাবিক হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নির্দিষ্ট কোন কারণে সাজা দেয়া হয়েছে, তা জানি না। এছাড়া বিচ্ছিন্ন দু’ একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় কোণ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :