১৫ ওয়ার্ডের সাড়ে তিন লাখ বস্তিবাসী ডিএনসিসি’র উপকারভোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ২০:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫টি ওয়ার্ডে দরিদ্র বস্তিবাসীর জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে তিন লাখ মানুষ উপকারভোগী বলে জানিয়েছে করপোরেশন।

বৃহস্পতিবার গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী ‘কমিউনিটি লিডারদের দুর্নীতি দমন বিষয়ক প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর টেকসই জীবন-জীবিকা ও তাদের জীবনমানের উন্নয়ন বিশেষ করে নারীদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জীবনমুখী ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানামূখী কার্যক্রম চলমান রয়েছে।’

উপকারভোগীদের সংখ্যা জানিয়ে তিনি বলেন, ‘পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ডের বিদ্যমান দরিদ্র বসতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ উপকারভোগী মানুষ রয়েছে।’

কমিউনিটিভিত্তিক সংগঠন গড়ে তোলা, শিক্ষাভাতা প্রদান, ব্যবসায় অনুদান প্রদান ও পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ ও কর্মের ব্যবস্থাকরণ, অবকাঠামো উন্নয়ন এই প্রকল্পের উপাদানগুলির মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি, সংস্কৃতি সকল ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘উন্নয়নের এই চাকাকে সচল রাখতে এবং জনগণের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে দুর্নীতিকে না বলতে হবে।’

বাংলাদেশ সরকার, ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি এর কারিগরি ও আর্থিক সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে ৮০ জন কমিউনিটি লিডারদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এর সভাপতিত্বে এবং প্রকল্পের টাউন মানেজার মো. মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে মূল প্রশিক্ষক হিসেবে প্রকল্পের মিউচুয়াল একাউন্টেবিলিটি ইউনিট এর সমন্বয়কারী মো. তৌহিদুর রহমান খান, প্রকল্পের গভর্নেন্স এন্ড মবিলাইজেশন এক্সপার্ট পবিত্র মান্দা, ইনফ্রাস্ট্রাকচার এন্ড হাউজিং এক্সপার্ট মোঃ জিয়াউল লতিফ এবং ফাইন্যান্স এন্ড এডমিন এক্সপার্ট ফারহানা করিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :