ফতুল্লায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২১, ২০:২৯
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুজন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, ফতুল্লার লালখা মোক্তার হোসেনের পাঁচতলা বাড়ির নিচ তলার চারটি ফ্ল্যাটে প্রায় ২০-২২ জন সদস্য বসবাস করে আসছিল। বসবাসকারী সবাই নিম্ন আয়ের মানুষ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ফ্লাটের চারপাশের দেয়াল এবং ভেতরের রুমের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের ভেতেরে ঘুমিয়ে থাকা মায়া রানী দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ওই সময় রাস্তা দিয়ে মেয়ে পুর্ণিমাকে জন্ডিজ চিকিৎসা করানো জন্য কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন মা মঙ্গলী রানী বিশ্বাস। এতে মা এবং মেয়ে দুজনই দেয়ালে চাপা পড়েন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা মঙ্গলী রানী বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আর মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যান। আহত হন আরও ১০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান
রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ৪০
চরফ্যাশনে লুকিয়ে ছিল মোহাম্মদপুরের খুনি, র‍্যাবের সফল অভিযান
কুমিল্লা সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা