গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৭:৫৯ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১, ০১:১১

গাইবান্ধার সদর উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রউফ। তিনি বৃহস্পতিবারের ইউপি নির্বাচনে লক্ষীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। 

আব্দুর রউফ গোবিন্দপুর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে মোটরসাইকেলে লক্ষীপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা।

এ সময় একই গ্রামের আরিফ মিয়া নামে এক যুবক লোহার রড দিয়ে আব্দুর রউফের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় আরিফ।

ঘটনার পর স্থানীয় লোকজন রউফকে জেলা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ ঢাকাটাইমসকে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।'

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :