নির্বাচন পরবর্তী সহিংসতায় কালকিনি ও ডাসারে ভাঙচুর, লুটপাট

কালকিনি প্রতিনিধি, মাদারীপুর
| আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১১:১৩ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৪৫

মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই উপজেলায় অন্তৎসত্ত্বা নারীসহ আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার কালকিনি উপজেলার সাহেবরামপুর, লক্ষীপুর ও ডাসার উপজেলার শশীকরে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গেন্দু কাজীর সমর্থকদের ওপর রায়পুর এলাকায় হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর-লুটপাট করা হয়। বাধা দিতে এলে অন্তৎসত্ত্বা নারীসহ আহত হয় ৫ জন।

খবর পেয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিজয়ী প্রার্থী মৌসুমী হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এদিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিভূতি ভুষণ বাড়ৈর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয় ৫ জন।

অপরদিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের লোকজন নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহিম (মুরাদ) সরদারের সমর্থকদের প্রায় ৩০টি বসতবাড়ি, ২০টি দোকার ঘর ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

খবর পেয়ে বিজয়ী চেয়ারম্যান মাহবুবুর রহিম (মুরাদ) সরদার তার কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :