গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার ঘটনায় সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৩:৩১ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১, ১৩:১৬

গাইবান্ধার সদর উপজেলায় নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে আটকের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর বাজার এলাকায় এক কিলোমিটার পথজুড়ে এ অবরোধ করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের শান্ত করাসহ চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।'

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষীপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে পায়ে হেঁটে একটি ভাঙা ব্রিজ পার হচ্ছিলেন তারা।

এ সময় একই গ্রামের হায়দার আলীর ছেলে আরিফ মিয়া নামে এক যুবক লোহার রড দিয়ে আব্দুর রউফের উপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় আরিফ।

ঘটনার পর স্থানীয় লোকজন রউফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের অভিযুক্ত আরিফ মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে দুটি ঘর ও বেশ কিছু আসবাব পুড়ে যায়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :