চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২১, ২১:১৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১, ২১:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০), কালাম (৪৫) ও রবিন (২৫)।

এদের মধ্যে আবুল কালামের শরীরের ৮০ শতাংশ, শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, বিশ্বনাথের ৩৪ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত রবিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, পাঁচজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের পোস্ট-অপারেটিভে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/১৩ নভেম্বর/ইএস