‘তেলের দাম পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২১, ১৬:২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছেন সরকার। অথচ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সে অনুপাতে আমাদের দেশেও তেলের দাম বাড়ানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, তিনি হয়তোবা তেলের দাম বৃদ্ধি নিয়ে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে পারেন।’

রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পুরুষ আনসারদের মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌ বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম ভারতে লিখেছে- বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত। অথচ ভারতে তেলের দাম কমানোর পরেও বাংলাদেশের চেয়ে দাম বেশি। পেট্রোল, কেরোসিনের দামও বাংলাদেশের চেয়ে ভারতে বেশি। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। তিনি হয়তো দেশের কথা ভেবে পুনর্বিবেচনা করে দেখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশ নেন।

কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন আনসার বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার। পরে প্রশিক্ষণার্থীরা ছয় সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :