যে কারণে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া!

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২১, ১৭:১৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১, ১৭:২১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হতে এখনও কয়েক ঘণ্টা দেরি। এর মধ্যেই বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্বকাপের পরিসংখ্যান পর্যালোচনা করা শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাবে নিউজিল্যান্ড। কিন্তু অন্যদিকে তা মানতে নারাজ অনেকে। অজিদের চ্যাম্পিয়ন হওয়ার কারণও দেখাচ্ছেন তারা।

২০০৭ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের রেওয়াজ শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট সাতবার এই অনুষ্ঠিত হয়ে আসছে। এর মধ্যে সপ্তম আসর এখনও চলমান। আর প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

এরপরের চারটি আসরে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো গ্রুপপর্বের ম্যাচে কখনই ভারতের বিপক্ষে খেলেনি। অর্থাৎ দুই ফাইনালিস্টের মধ্যে যে দল ভারতের বিপক্ষে গ্রুপপর্বে খেলেনি তারাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

২০০৯ সালে পাকিস্তান লিগ পর্বে ভারতের মুখোমুখি হয়নি। তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১০ সালে একই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের ক্ষেত্রে। তারা সে বার চ্যাম্পিয়ন হলেও লিগ পর্বে ভারতের মুখোমুখি হয়নি। ২০১২ এবং ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে ২০১৪-তে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এই দুই দলের একই ঘটনা ঘটেছিল।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম)