জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২১, ২১:৫৯

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির হার ৬২ শতাংশ। রবিবার সকাল নয়টায় সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের প্রথম শিফটের মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বিকাল চারটায়।

ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন।

সমাজবিজ্ঞান অনুষদের ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৮৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম ফিরোজ উল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, 

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার প্রায় ৬২ শতাংশ। 

‘বি’ ইউনিটের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকছে ২০ নম্বর।

৪৫ মিনিটে পরীক্ষার্থীদের ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। ইতোপূর্বে ভর্তি পরীক্ষার্থীদের ৬০ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতে হতো। 

১৫ নভেম্বর আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)