নগর ভবনের সামনে ভেঙে পড়ল বিশাল গাছ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২১, ২২:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (নগর ভবন) সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার রাত ৮টা পাঁচ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনের সড়কে গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

জানা যায়, গাছটি অনেক পুরাতন ছিল। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি ভেঙে রাস্তায় পড়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে কাজ করছেন। ওই সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথ সচল রেখেছে ট্রাফিক পুলিশ।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসএস/জেবি)