মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বস্তিতে টিকাদান

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২১, ১৭:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর বস্তি এলাকায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। করাইল বস্তিবাসীকে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে এবং পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সোমবার বিকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাই টিকার আওতায় আসবে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর করাইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদের টিকা দেওয়া হবে কাল (মঙ্গলবার)। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/কেআর/জেবি)