সীমান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধন করবে বিএনপি

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২১, ১৩:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই দেশের নানা উদ্যোগে ও বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর বন্ধ হয়নি বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা। চলতি সপ্তাহেও দুই দেশের সীমান্তে প্রাণ গেছে দুই বাংলাদেশির। সীমান্তে এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা-সমাবেশে বক্তব্য দেওয়ার পর এবার মাঠের কর্মসূচি পালন করবে বিএনপি। বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ বারবার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/বিইউ/এমআর