মানুষকে আটকে রেখে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ছয়জন ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ১৬:৩৬

মানুষকে আটকে রেখে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিল একটি চক্র। এভাবে অনেক টাকা হাতিয়ে নেয় চক্রটি। গতকাল রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে আটক করে র‌্যাব-৪। এরপর তাদের অপরাধের বিষয়টি জানতে পারে এলিট ফোর্সটি।

গতকাল রাতে অভিযানের সময় ছয় চাঁদাবাজকে আটকের পাশাপাশি দুই ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব। আটকের সময় ছয়জনের কাছ থেকে নগদ ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্রও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-মো. আজিজুল হক রাজু, মো. নজরুল ইসলাম, মো. অমিত মোল্লা, মো. শাকিল মাহমুদ, মো. হাসান, মোছা. শিল্পী আক্তার।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব-৪ এর একটি দল রামপুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই ভুক্তভোগীসহ ছয় চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে চাঁদাবাজি করে আসছিল।

উদ্ধার হওয়া দুই ভুক্তভোগীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৩ নভেম্বর দুইজন চাকরির খোঁজে ঢাকায় আসেন। গত ১০ নভেম্বর হাতিরঝিল এলাকায় তাদের সঙ্গে চাঁদাবাজদের পরিচয় হয়। একপর্যায়ে একটি মেস থেকে দুইজনকে টানাহেঁচড়া করে রামপুরার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে নারী পাচারকারী বলেন চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তাদের মারধরও করা হয়।

ভয়ে দুইজন চাঁদাবাজদের কথামতো বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে ৪৩ হাজার টাকার ব্যবস্থা করেন। এভাবে মানুষকে আটকে রেখে চক্রটি দীর্ঘদিন ধরে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছে র‌্যাব।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :