পল্টনে ৪৬ কেজি গাঁজাসহ দুজন আটক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২১, ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পল্টন এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৩। এ সময়ে তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. কাজী রাসেল এবং মো. মিশু।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে যে, কিছু মাদক চোরাকারবারি একটি কাভার্ডভ্যানে কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে পল্টন আসছে বিক্রির জন্য। পরে র‌্যাব-৩ এর একটি দল মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে পল্টন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. কাজী রাসেল এবং মো. মিশু নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে ওই কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পেছনে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. কাজী রাসেলের বাড়ি  কুমিল্লা জেলার সদর থানার উনাইশার গ্রামে  আর মো. মিশুর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দালালপুর গ্রামে।

ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এএ