এবার লাইটার জাহাজের ভাড়া বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০০:০৪ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ২৩:৫৪

জ্বালানি তেল ডিজেলের দাম বাড়ায় গণপরিবহণের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের (ছোট আকার) ভাড়া বাড়ানো হলো ১৫ শতাংশ।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে বরাদ্দ হওয়া লাইটার জাহাজে বর্ধিত ভাড়া কার্যকর হবে।

ডব্লিউটিসির আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব নুরুল হক গণমাধ্যমকে বলেন, ডিজেলের মূল্য বাড়ানোর পর বাড়তি খরচ সমন্বয়ের জন্য লাইটার জাহাজে পণ্য পরিবহণ ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য ১৫ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ৮০ টাকায় নির্ধারণ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং এই ঊর্ধ্বগতির কারণে সরকার এ দাম সমন্বয় করেছে। এর পর গণ ও পণ্য পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে বাস, ট্রাক ও লঞ্চ ভাড়া বাড়ায় সরকার।

চট্টগ্রাম থেকে দেশের ৩৪টি স্থানে নদীপথে পণ্য পরিবহন করা হয়। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কাঁচপুর, মুক্তারপুরসহ বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি পণ্য পরিবহন করা হয় ছোট আকারের লাইটার জাহাজের মাধ্যমে। মাদার ভেসেলে করে বিদেশ থেকে পণ্য আমদানি করা হয়। পরে তা বহিনোঙরে ছোট আকারের লাইটার জাহাজে করে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :