ননস্টিক প্যানে ভুলেও যেসব রান্না করবেন না

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১, ০৮:৪৮

অনেকে মনে করেন ননস্টিক প্যানে রান্না করে খেলে তা স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু আদতে ভুল ধারণার বশবর্তী হয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছেন। ননস্টিকের পাত্র বেশি গরম করলে তা থেকে কেমিক্যাল নিসঃরণ হতে থাকে যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারী। আবার এমন কিছু খাবার রয়েছে যা ননস্টিকের পাত্রে রান্না করাই উচিত নয়। মাংস রান্না নয়

ননস্টিকের বাসনে মাংস রান্না না করাই ভালো। এমনকী মাংস রয়েছে এমন খাবার ননস্টিকে গরম না করাই ভালো। বেশি তাপমাত্রায় ননস্টিকের সঙ্গে রাসায়নিক ক্রিয়ার ফলে খাবারে বিষক্রিয়া ঘটতে পারে। ননস্টিকের প্রলেপ গলে গিয়েও মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে।

দীর্ঘক্ষণ একই আঁচে রান্না নয়

ননস্টিকের বাসনে বেশি সময় কম আঁচে বা বেশি আঁচে রান্না না করাই ভালো। সাধারনত স্যুপ, সস জাতীয় খাবার বা পায়েস রান্না করা যাবে না। বেশিক্ষণ একই আঁচে রান্না করলে ননস্টিকের প্রলেপ হালকা হতে থাকে। তৈরি করা খাবার খেলে শরীরেও বিরূপ প্রভাব দেখা দেবে।

সবজি ফ্রাই একেবারেই নয়

স্বাস্থ্যের জন্য ভালো ভেবে অনেকেই বিনা তেলে বা একেবারে অল্প তেলে সবজি ফ্রাই করেন। দীর্ঘক্ষণ বেশি বা অল্প আঁচে ভাজা করলে ননস্টিকের কোটিং উঠবেই। প্রি হিট একেবারেই নয়

অনেক রান্নাতেই পাত্রকে আঁচে বসিয়ে প্রি-হিট করতে হয়। ননস্টিকের পাত্র আগে থেকে গরম করলে তাতে মারাত্মক ক্ষতি হয়। তাই বিরিয়ানি, মাংসের রেসিপি, কেক ইত্যাদি না বানানোই ভালো। কী রান্না করবেন?

ননস্টিকের প্যানে তাহলে কী রান্না করবেন? যেসমস্ত রান্নার ক্ষেত্রে প্রি হিটের প্রয়োজন হয় না, অথবা দীর্ঘক্ষণ গরম করতে হবে না এমন খাবার রাঁধতেই পারেন। পরোটা, অমলেটজাতীয় খাবার ননস্টিকের বাসনে নির্দ্বিধায় বানাতে পারেন। (ঢাকাটাইমস/১৭নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :