স্বাভাবিক আছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২১, ১২:৪৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুকের ব্যথা নিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শারীরিকভাবে স্বাভাবিক আছেন।

বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন। বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্বাস।

বিএনপির এই নেতার সুস্থতা কামনা করে পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শায়রুল কবির জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মির্জা আব্বাস প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে যান। পরে চিকিৎসকরা তাকে সিসিইউ-তে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে স্বাভাবিক আছেন তিনি।

শায়রুল কবির জানান, বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বরিশাল বিভাগের পটুয়াখালী ও পিরোজপুর জেলা মহিলা দলের কর্মীসভায় যোগ দিতে ঢাকা থেকে বিমানে যাত্রা করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা নিয়মিত মির্জা আব্বাসের খোঁজ রাখছেন।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/বিইউ/এমআর