শরীয়তপুরে হাজী মিছির আলী মুন্সী জামে মসজিদের উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:৫২ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১, ১১:৪৯

শরীয়তপুরের হাজী মিছির আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার চরআত্রায় হাজী মিছির আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের বড় আব্বা ও চরআত্রা-নওপাড়ার ঐতিহ্যবাহী মুন্সী বংশের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মিছির আলী মুন্সীর নামে মসজিদটির নামকরণ করা হয়।

হাজী মিছির আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে রাষ্ট্রনায়ক যারা বিশ্বে নেতৃত্বেও গৌরবের অধিকারী হয়েছেন, তাদের অন্যতম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের কারণে জাতিসংঘ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে তৃতীয় বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। নিম্ন আয়ের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর সেই উন্নয়নের কাণ্ডারি হয়ে সেবা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ডা. আশ্রাফ সিয়াম, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী এনায়েত উল্লাহ, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুন্সী রাফিক উল্লাহ, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী, মাহফুজা রেবা, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মুন্সী আজিজুল হকের স্ত্রী মোসাম্মৎ সালমা হক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্সী আদিল আহমেদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ আহমেদ মুন্সী, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিনা জামান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুন্সী ইব্রাহীম খলীল, চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার তপদার, শহীদুল্লাহ মুন্সী, আফজাল মুন্সী, তোজাম্মেল মুন্সী, জিল্লুর রহমান মুন্সী, জামশেদা বেগম লিপি মুন্সী, মো. নুরুল আমিন মুন্সী, সোহাগ মুন্সী, আরিফ মুন্সী, রিতু মুন্সী, অনিল আহমেদ মুন্সী, ডা. ফারহানা হক শম্পা মুন্সী, মুসাব্বির হুসাইন দীপু মুন্সী, শফিউল আলম মুন্সী, রাজন মুন্সী, ডা. তৌহিদ মুন্সী, রাসেল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাদশা শেখ, ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব ও কলেজের আহ্বায়ক ইমরান খালাসী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :