যুবলীগ নেতা শাহাবুদ্দিনের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২১, ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণের ভিত্তিতে সম্পদের হিসাব চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটি বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি যুবলীগের ওই নেতার বাসার ঠিকানায় পাঠানো হয়।

নোটিশে তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক( জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

নোটিশে বলা হয়, আপনি, আপনার স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল ২১ কর্মদিবসের মধ্যে দাখিল করবেন।

অভিযোগ রয়েছে, এক সময় গুলিস্তানের ফুটের কাপড়ের বিক্রেতা মো. শাহাবুদ্দিন মিটিং মিছিলে বেশ সরব থাকতেন। এ সুবাদে যুবলীগের প্রভাবশালী এক নেতার হাত ধরে একপর্যায়ে ২০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট এবং এর আশপাশের মার্কেট ও ফুটপাথের নিয়ন্ত্রণ নিয়ে রাতারাতি কোটিপতি বনে যান।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসআর/ইএস