রাজবাড়ীতে আ.লীগের ৮ নেতা বহিষ্কার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১, ২২:৩৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আহম্মদ আলী মাস্টার, আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা আলমগীর, সাধারণ সম্পাদক আবুল হোসেন আলী, প্রাথমিক সদস্য হাবিবুর রহমান, আলমগীর বিশ্বাস ও নৃপেন্দ্রনাথ বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সকল নেতাকে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি বলেন, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের গঠনতন্ত্র ৪৭ (১১) ধারা মোতাবেক প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :