অন্যরকম গল্পের নাটকে ফারহান-সারিকা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২১, ১০:৫৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ১১:০৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

মা ও তার আদরের ছেলে গ্রামে থাকেন। মা ঘরের বাইরে বের হলে বোরকা পরে মুখ ঢেকে রাখেন। মায়ের কোথাও যাওয়ার প্রয়োজন হলে ছেলে মোটরসাইকেলে করে নিয়ে যান। ছেলেটির প্রেমিকাও সবসময় ওড়না দিয়ে মাথা ঢেকে রাখেন। তার সঙ্গে ছেলের মায়ের দারুণ সম্পর্ক।

এই সম্পর্কের শেষটা কেমন হয়? এর উত্তর পেতে দেখতে হবে নাটক `মায়ায় থেকো‘। এটির গল্প লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনাও তিনি করেছেন। এখানে মা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মুশফিক ফারহান। ছেলের প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবরিন।

সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে সিলেটের চা বাগানে। ঠিক ১০ বছর আগে এখানেই নিজের প্রথম সিনেমা `প্রজাপতি‘র শুটিং করেছিলেন তিনি।

`মায়ায় থেকো‘ নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, `আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। প্রায় ১০ বছর পর সিলেটের এই জায়গায় নাটকের শুটিং করেছি। আমার প্রথম সিনেমার একটি গানের শুটিং করেছিলাম এখানে।‘

পরিচালক আরও জানিয়েছেন, খুব শিগগির নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএইচ