শাহজালালে বিমানযাত্রীর ব্যাগে মিলল দুই কেজি সোনা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২১, ১৫:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে দুই কেজি ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক করা হয়েছেন এম এইচ শিবলী নামে ওই যাত্রীকে।

শুক্রবার সকালে স্কচটেপ মোড়ানো এসব সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। আটক শিবলী অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হয়ে যাওয়ার পর তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে লাগেজ স্ক্যানিং করানো হলে ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিল দুটি খুলে তার মধ্যে ১৮টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ২০৯৭ গ্রাম বলে জানায় অধিদপ্তর। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমআর