তৃতীয় টি-টোয়েন্টির দলে রাব্বী-ইমন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১৩:১১

ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে সুবিধা করতে পারছে না স্বাগতিক বাংলাদেশ। একই একাদশ নিয়ে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে ফলাফলও হয়েছে একই। টানা দুই ম্যাচ হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে বসেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে জয়ে চোখ বাংলাদেশের। তাই এই ম্যাচে দুটি পরিবর্তন আনছে বাংলাদেশ দল।

মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছিলো বাংলাদেশ। ওই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরেছে স্বাগতিকরা। আর দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের অবস্থা ছিলো আরও শোচনীয়। মাত্র ১০৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় সফরকারীরা।

প্রথম ম্যাচে কোনোমতে ১ রান করা সাইফ দ্বিতীয় ম্যাচে ফেরেন প্রথম বলেই। দুই ম্যাচেই বাজে শট খেলে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। উদ্বোধনী জুটিতে আপাতত বাংলাদেশের বাজি হতে পারেন গত যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ।

এদিকে দ্বিতীয় ম্যাচে বল নিজের চার ওভার শেষ করতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের প্রথম বল করার পরপরই তাকে মাঠ থেকে বের হতে দেখা যায়।

দেশের হয়ে এখনও পর্যন্ত ৭টি টেস্ট খেললেও সাদা বলের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে তার রেকর্ড খারাপ নয়। ৬৮ ম্যাচে ২১.২৭ গড়ে নিয়েছেন ৮০ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৮.৩৮ রান করে।

আর গত মে-জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। গত নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ বলে ১৬ উইকেট নিয়ে তিনি ছিলেন তৃতীয় সেরা উইকেট শিকারি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :