এটিপি ফাইনালস

খেতাবি লড়াইয়ে মেদভেদেভের মুখোমুখি জেরেভ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১৮:০০

নোভাক জেকোভিচের আরেকটি এটিপি খেতাব জেতার পথ বন্ধ হয়ে গেল। মৌসুমের শেষ টুর্নামেন্টে ইতালির তুরিনে আলেকজান্ডার জেরেভের কাছে হেরে গেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। সেমিফাইনালে তিন সেটের লড়াইয়ে ৬(৪)-৭, ৬-৪, ৩-৬ স্কোরলাইনে হার মানে বিশ্বসেরা এই টেনিস তারকা।

এটিপি ফাইনালে খেতাবের লড়াইয়ে বিশ্বের তিন নম্বর তারকা জেরেভের বিপক্ষে মুখোমুখি হবে লড়াইয়ে ৬-৫ ব্যবধানে সামান্য এগিয়ে থাকা দানিল মেদভেদেভ। সুতরাং, দুই তরুণ তুর্কির মধ্যে দারুণ এক ম্যাচ দেখার আশায় টেনিস বিশ্ব।

ফাইনালে ওঠার লড়াইয়ে জেরেরভের কাছে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকা কামব্যাক করে ম্যাচে সমতায় ফেরেন। তবে তৃতীয় সেটে একগুচ্ছ আনফোর্সড এরর করে বসেন জেকোভিচ। তৃতীয় সেটে এর জেরেই জেরেভকে নিজের সার্ভিস করে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ দেন জোকার। ম্য়াচে আর ফিরে আসতে পারেননি জেকোভিচ। নিজের ১৪তম এস মেরে এটিপি ফাইনালে খেতাবি লড়াইয়ে দানিল মেদভেদেভের বিপক্ষে কোর্টে নামা নিশ্চিত করেন জেরেভ।

তবে ফাইনালে উঠতে বর্তমান চ্যাম্পিয়ন মেদভেদেভকে অবশ্য ততটা কাঠখড় পোড়াতে হয়নি। নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ৬-২ ব্যবধানে স্ট্রেট সেটে উড়িয়ে খেতাবের লড়াইয়ে আরেক ধাপ এগোন রাশিয়ান তারকা।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :